
লালমনিরহাটের হাতীবান্ধায় করোনায় ক্ষতিগ্রস্থদের আশা নামের এনজিও খাদ্য সহয়তা প্রদান করেছেন। ২০০ শত পরিবারের মাঝে এসব খাদ্য বিতরণ করা হবে। খাদ্যসামগ্রী হিসেবে ছিল চাল, ডাল, তেল, আলু ও লবন।
শনিবার (৯ই মে) দুপুরে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল আমিন ক্ষতিগ্রস্থদের হাতে এসব খাবার তুলে দেয় এনজিও প্রতিনিধিগণ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, হাতীবান্ধা উপজেলা ত্রান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ফেরদৌস আহমেদ, আশা’র হাতীবান্ধা অফিসের আরএম কামরুজ্জামান, বিএম হারুন উর রশিদ ও ফজলুল হক।
এ বিষয়ে হাতীবান্ধা হাতীবান্ধা উপজেলা ত্রান ও প্রকল্প বাস্তবায়ন
কর্মকর্তা (পিআইও) ফেরদৌস আহমেদ বলেন, মানুষ জনদের সার্বক্ষনিক খোঁজ খবর নেয়া হচ্ছে। প্রয়োজন অনুযায়ী খাদ্য সামগ্রী বাড়ি বাড়ি পৌছে দেওয়া হচ্ছে